সন্তান শাকিবের কলিজার টুকরা | অপু কখনো চেষ্টা করেনি শাকিবের সাথে মিলেমিসে থাকার

2018-03-16 9

শাকিব খান তার পারিবারিক বন্ধু্ ইকবালের কাছে বলেন, সন্তান আমার কলিজার টুকরা। আমার সন্তানের ভালোর জন্য যা করার, তাই আমি করবো। শাকিব খান তার বন্ধু ইকবালের কাছে বলেন, অপু কখনো চেষ্টা করেনি আমার সাথে মিলেমিসে সংসার করার।
ল্যাবএইড হাসপাতালে যখন শাকিব খান অসুস্থ হয়ে ভর্তি ছিলেন, তখনও শাকিবের সাথে কথা হয়নি অপু বিশ্বাসের।

নারী বলেই তাঁকে প্রতিনিয়ত পার করতে হয়েছে মুখর এক জীবন সংগ্রাম। তিনি ঢালিউডের লড়াকু অভিনেত্রী অপু বিশ্বাস। জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় না দেয়া এই অভিনেত্রী তাঁর সন্তানকে নিয়েই গাইছেন মাতৃত্বের জয়গান। তার ভাষায়, একজন নারীই পারে ত্যাগ আর ভালোবাসার মিশেলে এমন করে বাঁচতে।

Iqbal about shakib khan and apu biswas talak.

Videos similaires